বাজারে আসছে সাওমির বিদ্যুৎচালিত গাড়ি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ১১:০০ পিএম
ছবি-সংগৃহীত
চলতি মাস থেকে প্রথম বাজারে ছাড়তে যাচ্ছে চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বিদ্যুৎচালিত গাড়ি। এই পদক্ষেপের মধ্য দিয়ে কোম্পানিটি বিদ্যুৎচালিত গাড়ি বাজারে প্রতিযোগিতায় নামছে।
মঙ্গলবার (১২ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে
এ খবর জানিয়েছে।
শাওমির নতুন এই গাড়ির বাজারমূল্য এখনো প্রকাশ করা হয়নি। আগামী ২৮
মার্চ গাড়ির বিক্রয়মূল্য জানানোর কথা রয়েছে।
চীনের পঞ্চমস্থানীয় স্মার্টফোন নির্মাণকারী প্রতিষ্ঠান শাওমি জানিয়েছে,
এরই মধ্যে বিক্রির অর্ডার নেওয়ার জন্য ২৯টি শহরে তাদের ৫৯টি শাখা খোলা হয়েছে। চীনে
স্বয়ংক্রিয় গাড়ির বাজারে শাওমির আগমনের ফলে বিওয়াইডি, টেসলার মতো বড়বড় কোম্পানির মধ্য
প্রতিযোগিতা আরও তীব্র হবে।
গত বছরে স্পিড আল্ট্রা ৭ (এসইউ৭) গাড়িটি উদ্বোধনের পরেই শাওমির প্রধান
নির্বাহী লেই জুন জানান, বিশ্বের শীর্ষ ৫ গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে জায়গা
করে নেওয়াই তাদের লক্ষ্য।
প্রতিবেদনে বলা হয়, আগামী ১০ বছরে শাওমি গাড়ি উৎপাদন শিল্পে প্রায়
১০০০ কোটি ডলার বিনিযোগ করবে।
লেই জুন বলেন, এসইউ ৭ গাড়িটিতে ‘সুপার ইলেকট্রিক
মটর’ প্রযুক্তির
ব্যবহার করা হয়েছে, যার ফলে গাড়িটি টেসলা ও পোর্শের কিছু কিছু মডেল থেকেও দ্রুত চলতে
পারে।